ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

নতুন বছরের প্রথম সপ্তাহে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ২৯ ডিসেম্বর ২০২২


দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বাড়ছে। ঘন কুয়াশা আর ঠাণ্ডায় বিপর্যস্ত উত্তরের জনজীবন। তবে দেশের অনেক জায়গায় মেঘলা আবহাওয়া বিরাজ করছে। ওই সব এলাকায় শীতের তীব্রতাও কম। এই অবস্থা কেটে যেয়ে  শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এমন মেঘলা আবহাওয়া কেটে যাবে এক দিন পরই। শুক্রবার থেকে জেঁকে বসতে পারে শীত। আর নতুন বছরের প্রথম সপ্তাহেই আসতে পারে শৈত্যপ্রবাহ। উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি এলাকায় এ শৈত্যপ্রবাহের প্রভাব থাকতে পারে। তবে ঢাকায় এর প্রভাব থাকবে না বলে মনে করা হচ্ছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে। শুক্রবার ও শনিবারের দিকে শীত বাড়বে। চলতি মৌসুমে কয়েক দিন আগে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আর জানুয়ারির শুরুতে বিভিন্ন এলাকায় মৃদু শৈত্যপ্রবাহের আভাস রয়েছে।

পৌষে উত্তরাঞ্চলে বেড়েছে কুয়াশা।  সকাল থেকে দুপুর পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

এতে দুর্ভোগ বেড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষদের। শীত জনিত রোগে আক্রান্ত শিশুদের ভিড় বেড়েছে হাসপাতালগুলোতে। 

এএইচ


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি