ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

সড়ক দুর্ঘটনায় নিহতের ক্ষতিপূরণ ৫ লাখ টাকা, অঙ্গহানিতে ৩ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ৩ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১১:০২, ৩ জানুয়ারি ২০২৩

আইন হওয়ার চার বছরের বেশি সময় পর সড়ক পরিবহন আইন-২০১৮ বিধিমালা জারি করেছে সরকার। বিধান অনুযায়ী, কেউ সড়ক দুর্ঘটনায় নিহত হলে তার পরিবার ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা পাবে। এ ছাড়া শুধু অঙ্গহানি হলে ভুক্তভোগী ৩ লাখ টাকা সহায়তা পাবেন।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে আইনটি পাস হয়েছিল। গত ২৭ ডিসেম্বরে বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়। 

আইনটি আগে হলেও বিধিমালার অভাবে ক্ষতিপূরণসহ বেশ কিছু বিষয়ের কোনো কার্যকারিতা ছিল না। 

বিধিমালা অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় আহত কেউ চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন। তবে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে আর্থিক সহায়তার পরিমাণ হবে এক লাখ টাকা।

ক্ষতিপূরণের দাবিগুলো ১২ সদস্যের একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। 

বিআরটিএর চেয়ারম্যান এই বোর্ডের চেয়ারম্যান হবেন। সহায়তা পাওয়ার জন্য দুর্ঘটনা ঘটার সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন করতে হবে। 

অনুসন্ধানপূর্বক আর্থিক সহায়তার টাকা আবেদনকারীর ব্যাংক হিসেবে চেকের মাধ্যমে দিতে হবে।

এজন্য একটি আর্থিক সহায়তা তহবিল থাকবে। এই তহবিলে মোটরযানের মালিকরা প্রতিটি মোটরযানের বিপরীতে নির্দিষ্ট পরিমাণে অর্থ দেবেন। 

মোটরসাইকেলের মালিককে এককালীন এক হাজার টাকা দিতে হবে। এছাড়া বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইম মুভারের জন্য বার্ষিক দেড় হাজার টাকা দিতে হবে। মিনিবাস, মিনি ট্রাক ও পিকআপের জন্য বার্ষিক ৭৫০ টাকা এবং কার, জিপ ও মাইক্রোবাসের জন্য বার্ষিক ৫০০ টাকা দিতে হবে। 

আর থ্রি-হুইলারসহ অন্য যানবাহনের জন্য বার্ষিক ৩০০ টাকা জমা দিতে হবে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি