রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
প্রকাশিত : ১৩:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
আজ সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও সন্দীপে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস; সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া চিত্রে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৩ মিনিটে।
সূত্র: বাসস
এমএম/
আরও পড়ুন