ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বীমার সুফল সম্পর্কে প্রচারণা চালানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ১ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

বীমার বিষয়ে সচেতনতার পাশাপাশি এর সুফল সম্পর্কে প্রচার প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে বীমা দিবসের আলোচনায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, দেশে এখন অনেকগুলো বীমা কোম্পানী রয়েছে। কোম্পানীগুলো জীবন বীমা, স্বাস্থ্য বীমাসহ বিভিন্ন পলিসি তৈরি করেছে এসব বিষয়ে মানুষকে জানাতে হবে। 

বীমা সম্পর্কে নেতিবাচক ধারণা দূর করার নির্দেশের পাশাপাশি বীমার টাকা পরিশোধে আরও বেশি যাচাই বাছাই করতে কোম্পানীগুলোর প্রতি আহ্বান জানান তিনি। 

ডিজিটাইলাজেশনের মাধ্যমে বীমার যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করারও কথা বলেন সরকার প্রধান। 

এদিকে, সড়কে বীমা ছাড়া কোনো পরিবহন যাতে না চলতে পারে সেদিকে নজর দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি