ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইভিএম-ব্যালট নয় মূল চ্যালেঞ্জ সব দলের অংশগ্রহণ: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ৬ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক সমঝোতা ও সব দলের অংশগ্রহণই মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

বৃহস্পতিবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে একথা বলেন তিনি। 

কাজী হাবিবুল আউয়াল বলেন, শতভাগ সুষ্ঠু ভোট ইভিএম বা ব্যালট কোনোটিতেই সম্ভব নয়। ইভিএম বা ব্যালট নির্বাচনের চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জ হলো রাজনৈতিক সংকট সমাধান। সব দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করে এজন্য নির্বাচন কমিশন শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে বলেও জানান সিইসি। 

তিনি বলেন, ব্যালটে ভোট করার সিদ্ধান্ত কোনো চাপে নয়। কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। ব্যালটের চাইতে ইভিএম নিরাপদ বেশি, কারচুপি বন্ধ করা সহজ। ইভিএম বা ব্যালটটা কিন্তু আমাদের নির্বাচনের মোটেই বড় চ্যালেঞ্জ নয়। আমাদের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে রাজনৈতিক সঙ্কটটা। নির্বাচনে সবাই বা প্রধানতম দলগুলো অংশগ্রহণ করবেন কি করবে না, সেটা হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জ।

দলগুলোর নিজেদের মধ্যে বিরোধ থাকলে সেটা মিটিয়ে আবারও নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি