ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ৩০ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সৌজন্য সাক্ষাতকালে প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে তাদের মধ্যে আলোচনা হয়।

বুধবার (৩০ আগস্ট) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

ডিএমপি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক জঙ্গি অভিযান, গ্রেপ্তার ও রাজধানীর আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি