ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় সংসদে ফিলিস্তিন নিয়ে আলোচনা হবে : স্পিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ২৩ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

জাতীয় সংসদে চলতি অধিবেশনে একদিন নির্ধারণ করে ১৪৭ বিধিতে ফিলিস্তিন নিয়ে সাধারণ আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার এ কথা জানান।

এদিন সন্ধ্যায় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী।

এ সময় স্পিকার জানতে চান, আপনি কী বিষয়ের ওপর তিনি বক্তব্য দিতে চান। তখন মাইজভান্ডারী জানান, তিনি ফিলিস্তিন নিয়ে বক্তব্য দেবেন। এরপর স্পিকার বলেন, আজ এ বিষয়ে বলার প্রয়োজন নেই। কারণ সংসদের চলতি অধিবেশনে একদিন নির্ধারণ করা হবে, যেদিন ফিলিস্তিন বিষয়ে আলোচনা করা হবে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি