ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে প্রিলির ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৩, ২৯ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাঁচ হাজার ৬২৬ জন উত্তীর্ণ হয়েছেন। 

রবিবার বাংলাদেশ ব্যাংকের এইচআরডি-১ এর পরিচালক শাকিল এজাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের ক্রমিক নম্বর প্রকাশ করা হয়। এ সব প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর সকাল ১০টায় ঢাকায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস এবং পরীক্ষা সম্পর্কিত প্রয়োজনীয় নির্দেশনাবলী বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সম্পর্কিত ওয়েবসাইট http://crecruiment.bb.org.bb এর মাধ্যমে জানানো হবে।

এর আগে গত ২০ অক্টোবর এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে নিয়োগের জন্য গত ৩০ মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে, এবার ১০০ জন সহকারী পরিচালক নেওয়া হবে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি