ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

৩৩৮ থানার ওসি একযোগে বদলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ৮ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩৩৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একযোগে বদলির আদেশ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অতিরিক্ত আইজি প্রশাসন কামরুল আহসানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের নির্দেশনার প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দেশের মোট ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিক্রমে পুলিশ পরিদর্শকদের বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনে প্রথম পর্যায়ে ৩৩৮ থানার ওসি বদলির প্রস্তাব পাঠিয়ে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরদিন বৃহস্পতিবার ওসি বদলির জন্য পাঠানো প্রস্তাবে অনুমোদন দেয় ইসি। তারপর একইদিন এসব পুলিশ কর্তাদের বদলির আদেশ জারি করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি