ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

বীর শহীদদের প্রতি নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ১২ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১২:২৯, ১২ জানুয়ারি ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে নতুন মন্ত্রিসভা। পরে সাভারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রীসভার সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাওয়ার কথা জানান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। 

শপথ গ্রহণের পরদিন শুক্রবার (১২ জানুয়ারি) বেলা ১১টার পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের পর বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।

পরে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সকালে ধানমনন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় নতুন মন্ত্রিসভা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুকন্যা। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এরপর বঙ্গবন্ধু ভবনে ছোটবোন শেখ রেহানাকে নিয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করেন শেখ হাসিনা।

মন্ত্রীসভার সদস্যরা জানান, আগের যে সকল কাজ বাকি রয়েছে তা বাস্তবায়ন করবেন তারা। নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা জানিয়েছেন, ইশতেহার বাস্তবয়নকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তারা।

পরে শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান মন্ত্রিসভার সদস্যরা। সেখানে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবারের ও সবমিলিয়ে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পঞ্চম মেয়াদে রাষ্ট্র পরিচালনায় এবারের মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। 

প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি