ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ৩০ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৫:৪১, ৩০ জানুয়ারি ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

সংসদ শুরু হওয়ার পর ডেপুটি স্পিকার শামসুল হক হাউজে স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম উত্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে বিষয়টি পাস। 

পরে সংসদে বিরতি ঘোষণা করা হয়।

বিরতির ফাঁকে রাষ্ট্রপতির কাছে স্পিকার হিসেবে শপথ নেবেন শিরীন শরামিন চৌধুরী। এরপর নতুন এমপিদের উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরআগে দুপুর থেকেই সংসদ ভবনে নতুন সংসদ সদস্যদের একের পর এক গাড়িবহর ঢুকতে দেখা যায়। হাসিমুখে হাত নাড়িয়ে ঢুকছেন সংসদ সদস্যরা। 

এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে সংসদ ভবন এলাকায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি