ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রেন-লঞ্চে উপচেপড়া ভিড় হলেও স্বস্তি মহাসড়কে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ১৫ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

টানা পাঁচদিনের ছুটি শেষে ঢাকায় ফিরছেন নগরবাসী। উপচেপড়া ভিড়ে ট্রেন ও লঞ্চে ফিরতি যাত্রায় ভোগান্তি হলেও তুলনামূলক ফাঁকা দূরপাল্লার বাসগুলো। পরিবারের সঙ্গে ঈদ করতে পেরে খুশি কর্মব্যস্ত মানুষ।

ঈদ-উল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন শেষে সোমবার খুলেছে অফিস-আদালত। টানা ছুটি কাটিয়ে ভোর থেকেই লঞ্চে রাজধানীতে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ।

প্রচণ্ড ভিড়ে ভোগান্তি নিয়ে ফেরা যাত্রীদের অভিযোগ লঞ্চের ব্যবস্থাপনা নিয়েও। তবে কষ্ট হলেও দুই উৎসবে বাড়িতে থাকা স্বজনদের সঙ্গে মিলতে পেরে আনন্দিত তারা।

ট্রেনে ভিড় ঠেকেছে ছাদেও। ফিরতি যাত্রায় সময় কম পাওয়ায় দুর্ভোগও বেশি। মানুষ বেশি হওয়ায় কষ্ট করেই ফিরতে হল, বলছেন ট্রেনযাত্রীরা।

বাস টার্মিনালগুলো দিয়েও বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ঢুকছেন কর্মব্যস্ত মানুষ। মহাসড়কগুলোতে ভিড় তুলনামূলক কম দেখা গেছে। তবে ঈদ বকশিশের কথা বলে বাড়তি টাকা আদায় করা অভিযোগ যাত্রীদের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি