ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

ডিএমপির সব সদস্যকে ছুটি দেয়ার খবর সঠিক নয় : পুলিশ সদর দপ্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২০, ৭ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব সদস্যকে (ফোর্স) ছুটি দেয়া হয়েছে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সঠিক নয়।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে আনসারের মিডিয়া শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র: বাসস

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি