ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

সীমিত পরিসরে চলছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ১৩ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক) সীমিত পরিসরে পুনরায় বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। খবর দ্য ইকোনমিক টাইমসের।

মঙ্গলবার (১৩ আগস্ট) আইভেকের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আপাতত শুধুমাত্র ঢাকায় অবস্থিত কেন্দ্রটি সীমিত আকারে কাজ করছে। পাসপোর্ট জমা নিয়ে ভিসার আবেদনগুলি ফেরত দেওয়া হচ্ছে এবং যেসব ভিসার আবেদন অনুমোদিত হয়েছে, সেগুলোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, পাসপোর্ট ফেরত দেওয়ার বিষয়ে আবেদনকারীদের খুদেবার্তার মাধ্যমে জানানো হবে। খুদেবার্তা পাওয়ার পরই পাসপোর্ট সংগ্রহের জন্য কেন্দ্রে যেতে বলা হবে। সীমিত পরিসরে কাজের কারণে পাসপোর্ট ফেরত দিতে কিছুটা সময় লাগতে পারে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলনের কারণে গত ৭ আগস্ট থেকে আইভেক বন্ধ ছিল।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি