ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির ডাক

প্রকাশিত : ১৮:১১, ৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:১২, ৭ এপ্রিল ২০১৬

শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের সময় কর্মচারীদের মারধর ও ভাংচুরের প্রতিবাদে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুর থেকে এ কর্মবিরতির ডাক দেয়া হয়। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলে ঈশা গ্র“পের কর্মী ফরিদ মল্লিক নামে এক ছাত্রকে মারপিট করে মারাত্মক আহত করে জাহাঙ্গীর গ্র“পের সমর্থকরা। এর জের ধরে বুধবার দুপুরে দু’ গ্রুপের কর্মীদের সংঘর্ষ বাধে। সেসময় বিশ্ববিদ্যালয়ের প্রাশাসনিক ভবন ও ২টি ছাত্রাবাসে হামলা চালিয়ে ভাংচুর করে শিক্ষার্থীরা। এসময় তাদের বাঁধা দিলে কর্মচারীদের মারধর করে তারা। অন্যদিকে যশোর মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর এবং নিয়মিত ক্লাস নেয়ার দাবিতে শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয় ও প্যাথলজি বিভাগ ভাংচুর করেছে। সেখানে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি