ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

নানা আয়োজন ও ধর্মীয় অনুষ্ঠানাদির মধ্য দিয়ে কক্সবাজারে চলছে রাখাইনদের জলকেলি উৎসব

প্রকাশিত : ১২:৩৪, ১৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৩৪, ১৯ এপ্রিল ২০১৬

নানা আয়োজন ও ধর্মীয় অনুষ্ঠানাদির মধ্য দিয়ে পর্যটন নগরী কক্সবাজারে চলছে রাখাইনদের  মাহা সাংগ্রেং পোওয়ে বা জলকেলি উৎসব। রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক এই উৎসব যেন পরিণত হয়েছে অসাম্প্রদায়িক বাঙালির প্রাণের উৎসবে। তিনদিনের এই উৎসব শেষ হবে আজ মঙ্গলবার। উৎসবপ্রিয় রাখাইন সম্প্রদায়ের নববর্ষ বা মাহা সাংগ্রেং ১৩৭৮ সনকে বরণ করতে এই আয়োজন। জলকেলির মাধ্যমে তারা বরণ করে নেয় নতুন বছরকে। তরুণ-তরুণীদের সাথে উৎসবে মেতেছে সব বয়সী মানুষ। বিদায়ী বছরের  ব্যর্থতা ও গ্লানি মাঙ্গলিক পানি দিয়ে পরিচ্ছন্ন করা আর নতুন দিনকে পবিত্র করতেই এই পানিখেলা। জেলার বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত মণ্ডপে চলছে এই উৎসব। কালের পরিক্রমায় রাখাইন সম্প্রদায়ের এই উৎসব এখন কক্সবাজারের সংস্কৃতির অনুষঙ্গ হয়ে উঠেছে বলে জানালেন আয়োজকরা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি