ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

মধ্যম আয়ের দেশে উন্নিত হওয়ার জন্য বিনিয়োগের হার পর্যাপ্তঃ পরিকল্পনা মন্ত্রী

প্রকাশিত : ১৮:৪৫, ১৯ জুন ২০১৬ | আপডেট: ১৮:৪৫, ১৯ জুন ২০১৬

মধ্যম আয়ের দেশে উন্নিত হওয়ার জন্য বিনিয়োগের বর্তমান হারকেই পর্যাপ্ত বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। রোববার রাজধানির একটি হোটেলে সিপিডি আয়োজিত বাজেট সংলাপে এ কথা বলেন তিনি। যদিও ব্যাক্তি খাতে বিনিয়োগ কমার পাশাপাশি সরকারি বিনিয়োগের মান নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক বানিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের পর অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতাসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সিপিডির এ সংলাপ। সরকারের আয় ব্যায়ের হিসাবের পাশাপাশি, ব্যাংকিং খাত এবং সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও আলোচনা হয় সংলাপে। নানা কারণে ব্যাক্তিখাতে বিনিয়োগ নিয়ে শঙ্কা রয়েছে বলে মনে করছেন অর্থমন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটি প্রধান। তবে সরকারি ও ব্যাক্তি খাত দুই ধরণের বিনিয়োগ নিয়েই প্রশ্ন আমীর খসরু মাহমুদ চৌধুরীর। কিন্তু পাশ্ববর্তী সব দেশের উদাহরণ টেনে পরিকল্পনা মন্ত্রী বললেন, বর্তমান বিনিয়োগ হারই যথেষ্ট। বাজেটের লক্ষমাত্রা অনুযায়ী আসছে অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি