ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ঈদযাত্রার ২য় দিনেও ট্রেনে ভিড় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ১১ জুন ২০১৮ | আপডেট: ১৫:০৫, ১১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ঈদ যাত্রার দ্বিতীয় দিনে ভিড় বাড়তে শুরু করেছে ট্রেনে। দু’টি ছাড়া সকাল থেকে ১৮টি ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে কমলাপুর স্টেশন থেকে। নীলসাগর ও এগার সিন্ধু নির্দিষ্ট সময়ে না ছাড়ায় ক্ষোভ জানান যাত্রীরা। আর ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানালেন কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার।

পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছে কর্মব্যস্ত নগরবাসী।

সোমবার সকালে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো। বেশিভাগ ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে যাওয়ায় সন্তোষ জানিয়েছে যাত্রীরা।

তবে, দু’টি ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।

বাবা মায়ের সঙ্গে গ্রামের বাড়ি যেতে পেরে উচ্ছ্বসিত শিশুরাও।

স্বস্তির ঈদ যাত্রার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানালেন কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার।

দুর্ঘটনা এড়াতে ট্রেনের ছাদে না উঠতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি