ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

রাজধানীর গুলশানে রেস্টুরেন্টে হামলার ঘটনায় বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন ইতালি ও জাপানের রাষ্ট্রদূতরা

প্রকাশিত : ১৫:৪০, ৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৪০, ৩ জুলাই ২০১৬

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন ইতালি ও জাপানের রাষ্ট্রদূতরা। সকালে ঢাকা উত্তরের সিটি মেয়র আনিসুল হক, রাষ্ট্রদূতদের সঙ্গে দেখা করলে এ কথা বলেন তারা। এ ঘটনায় তারা ভীত নন বলেও উল্লেখ করেন। এসময় নিহতদের প্রতি সমবেদনা জানান আনিসুল হক। এদিকে গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্ট ও তার পাশের এলাকায় চার স্তরের  নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। শুক্রবার রাতে ওই হামলায় ১৭ বিদেশী নাগরিক ও ৬ সন্ত্রাসীসহ নিহত হয় ২৮ জন।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি