ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান

প্রকাশিত : ১৬:৩০, ৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৩০, ৫ জুলাই ২০১৬

দেশের সবচেয়ে বড় ঈদের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবারও মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের ইমামতিতে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে জামাত। দুর-দূরান্ত থেকে আসা লাখো মুসলির জন্য জামাত নির্বিঘœ করতে সুব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসির। ঈদের নামাজের জামাতের জন্য মাঠে দাগ কাটা, মেহরাব-দেয়ালে চুনকাম ও নতুন করে রং করাসহ সবকিছু পরিষ্কার করে প্রস্তুত করা হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ। মুসল্লীদের ওজুর ব্যবস্থা সংস্কার করা হয়েছে আরেক দফা। এদিকে, ঈদগাহ মাঠে সব ধরনের প্রস্তুতি ও সুযোগ-সুবিধা নিশ্চিতের কথা জানিয়েছে প্রশাসন। এবার মাঠজুড়ে সিসিটিভি ক্যামেরাসহ নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা। জেলা শহর থেকে শোলাকিয়া ঈদগাহে যাওয়ার ভাঙাচোরা রাস্তাটি সাময়িকভাবে মেরামত করা হলেও স্থানীয়রা বলছেন, গুরুত্বপূর্ন এ ঈদ মাঠের আশপাশের সড়কের আরো উন্নয়ন প্রয়োজন। এবার শোলাকিয়া ময়দানে ১৮৯ তম ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি