ঢাকা, মঙ্গলবার   ১৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারে পৃথক ঘটনায় ডাকাত সর্দারসহ নিহত ২

প্রকাশিত : ২০:৪০, ১১ জুলাই ২০১৬ | আপডেট: ২০:৪০, ১১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

কক্সবাজারের মহেশখালীতে পৃথক ঘটনায় ডাকাত সর্দারসহ ২জন নিহত হয়েছে। ভোরে মহেশখালীর মাইজপাড়া পাহাড়ী এলাকায় দু’দল ডাকাত গ্র“পের মধ্যে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার ফরিদুল আলম নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও ১ টি বন্ধুক ও ২ রাউন্ড কাতুর্জ উদ্ধার করেন। নিহত ডাকাত সর্দারের বিরুদ্ধে মহেশখালী থানায় ডাকাতি, ছিনতাই, অস্ত্র সহ ২ ডজন মামলা রয়েছে। অপরদিকে, শাপলাপুর জেএমঘাট এলাকা থেকে লোকমান হাকিম নামে গুলিবিদ্ধ এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি