ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

জঙ্গিবাদে মদদ দিচ্ছে যুদ্ধাপরাধীদের পরিবার পরিজনরা সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২০:৪১, ১৩ জুলাই ২০১৬ | আপডেট: ২০:৪১, ১৩ জুলাই ২০১৬

যুদ্ধাপরাধীদের পরিবার পরিজনরা জঙ্গিবাদে মদদ দিচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য, মসজিদের ইমাম থেকে শুরু করে প্রজাতন্ত্রের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সব মানুষকে এক হয়ে রুখে দাঁড়াতে বলেছেন তিনি। গণভবন থেকে দেশের চার বিভাগের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ভিডিও কনফারেন্সে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। দ্বিতীয় দিনের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে। চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশালের বিভিন্ন জেলার সাধারণ মানুষ, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিদের কথা শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে চমৎকার ভাবমূর্তি নিয়ে দেশ যখন আলোর পথে, তখনই সবাইকে অন্ধকারে নিতে চাচ্ছে জঙ্গি-সন্ত্রাসীরা। সন্তানদের প্রতি মা-বাবার সতর্ক দৃষ্টি, শিক্ষার্থীদের সুন্দর জীবন গড়তে শিক্ষকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। সর্বত্র সন্ত্রাসবিরোধী কমিটি করার কথাও বলেন তিনি। জঙ্গি, সন্ত্রাসীরা পবিত্র ধর্ম ইসলামকে হেয় করছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, এ ধরনের কর্মকান্ড বরদাস্ত করা হবে না।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি