ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

ওআইসির রাষ্ট্রদূত হলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমাত জাহান

প্রকাশিত : ১৬:৪৬, ২৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৪৬, ২৭ জুলাই ২০১৬

ইউরোপীয় ইউনিয়নের ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসির রাষ্ট্রদূত হলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমাত জাহান। চার বছরের জন্য ৫৭টি মুসলিম দেশের জোট-ওআইসির রাষ্ট্রদূত হিসেবে প্রতিনিধিত্ব করবেন তিনি। বাংলাদেশ সরকার ইতিপূর্বে তাকে যুক্তরাজ্যে হাইকমিশনার নিয়োগ দিয়েছিল। ওআইসির রাষ্ট্রদূত পদে কোনো বাংলাদেশি এবং নারী হিসেবে ইসমাত জাহানই প্রথম এত বড় পদে নিয়োগ পেলেন। ইসমাত জাহান ইতিপূর্বে নেদারল্যান্ডসে রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি