ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

বোখুমকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ

প্রকাশিত : ১৩:১০, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:১০, ১১ ফেব্রুয়ারি ২০১৬

জার্মান কাপ ফুটবলে বোখুমকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। অন্যম্যাচে, থার্মা বার্লিনের সঙ্গে ৩-২ ব্যবধানে হেরেছে হাইডেনহাইমার। প্রতিপক্ষের মাঠে প্রথম থেকেই চড়াও হয়ে খেলতে থাকে বায়ার্ন মিউনিখ। দলের পক্ষে প্রথম গোলটি করেন স্ট্রাইকার রবার্ট। ৬১ মিনিটে মিডফিল্ডার থিয়াগো আলকানটারা গোল করলে ২-০তে এগিয়ে যায় বায়ার্ন। পিছিয়ে থেকে খেলার ধার বাড়ায় বোখুম। অনেক গুলো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা। শেষ মূর্হুতে আরো একটি গোল করে ব্যবধান বাড়ান রবার্ট লেভেনডস্কি। এরফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি