রোহিঙ্গা সংকট সমাধানে একযোগে আওয়াজ তুলতে হবে: ব্রিটিশ মন্ত্রী
প্রকাশিত : ২১:৫৮, ২৯ আগস্ট ২০১৮

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্বকে একযোগে আওয়াজ তুলতে হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ এফসিও এবং ডিএফআইডি মিনিস্টার অ্যালিস্টাইয়ার বার্ট।
বুধবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ব্রিটিশ মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের ভার বাংলাদেশ বেশি দিন নিতে পারবে না। ফলে রোহিঙ্গাদের দেশে ফেরত এবং তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে ব্রিটেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যতদিন তারা আশ্রয়ে থাকবেন ততদিন সব ধরণের সহযোগিতা করে যাবে ব্রিটেন। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানায় ব্রিটিশ এই মন্ত্রী।
এর আগে বার্ট সকাল ৯টায় কুতুপালং ক্যাম্প পৌঁছে, ইউএনসিআর, ব্র্যাক, আইওএম ও ইউকে এইড এর নানা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় এনজিও এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেআই/এসি
আরও পড়ুন