ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধু সেতুতে অভিনব প্রতারণা! সর্বোচ্চ ২৪ টনের জায়গায় চলছে ৩০ থেকে ৪০ টনের ট্রাক

প্রকাশিত : ১৫:১১, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:১৪, ১১ ফেব্রুয়ারি ২০১৬

বঙ্গবন্ধু সেতুতে চলছে অভিনব প্রতারণা! সেতুতে সর্বোচ্চ ২৪ টন মালবাহী ট্রাকের জায়গায় কৌশলে চলাচল করছে ৩০ থেকে ৪০ টনের ট্রাক। অবৈধ চলাচলের এই সুযোগ করে দিয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সেতুতে কর্মরত কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারি। পুলিশ বলছে, দুর্নীতির সাথে জড়িতদের খুঁজে বের করা হবে। jumuna bridgeবঙ্গবন্ধু সেতুতে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার গাড়ী চলাচল করে। ভারি ট্রাক চলে সহস্রাধিক। সেতু সুরক্ষায় ২৪ টনের উপরে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও, অবাধে আসা-যাওয়া করছে আরও ভারি ট্রাক। আর এর সুযোগ করে দিচ্ছেন সেতুতে কর্মরতরাই। সম্প্রতি জালিয়াতির অভিযোগে আটক সেতুর স্কেল অপারেটর ও দুই ট্রাক চালকের কাছ থেকে মিলেছে আরও তথ্য। তবে ক্যামেরারার মুখোমুখি হতে রাজী হন নি দায়িত্বপ্রাপ্তরা। টেলিফোনেআভিযোগ অস্বীকার করেন তারা। সেতুকে নিরাপদ রাখার পাশাপাশি দুর্নীতিবাজদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবী জানান স্থানীয়রা। এই দুর্নীতির সাথে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি