ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

ইউএস-বাংলা যাত্রীদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ৩ অক্টোবর ২০১৮

ইউএস-বাংলা যাত্রীদের সেফটিকে (নিরাপত্তা) সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বলে জনিয়েছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ।

আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইউএস বাংলা বিমানে বার বার ত্রুটি এবং সম্প্রতি প্রতিষ্ঠানটির একটি বোয়িং এয়ারক্রাফটের চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের বিষয় নিয়ে এ সংবাদ সম্মলনের আয়োজন করা হয়।

জরুরি অবতরণ বিষয়ে ইমরান আসিফ বলেন, ‘কক্সবাজারে সঠিক সময়ে পৌঁছানোর পর ল্যান্ডিং করার পূর্ব মুহূর্তে যখন নোজ ল্যান্ডিং গিয়ার নামছিল না তখন পাইলটরা জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তবে কেন তখন নোজ গিয়ার বের হচ্ছিল না সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।’

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর ইউএস- বাংলা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ -৮০০ এয়ারক্রাফটের চটগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

এমএইচ/এসএ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি