ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন একমাস পেরুলেও ইতিবাচক আশ্বাস নেই

প্রকাশিত : ১৫:৫৮, ১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫৮, ১ সেপ্টেম্বর ২০১৬

আবাসিক হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন একমাস পেরুলেও প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। সকালে জাতীয় প্রেসক্লাবে ছাত্র সমাবেশে দাবি আদায়ে দুইদিনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। শুক্রবার সকাল ১০টায় পুরান ঢাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনা সভার কর্মসূচি দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী সুষ্পষ্ট ঘোষণা না দিলে, হল নির্মাণের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার কথাও জানিয়েছে শিক্ষার্থীরা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি