
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বুজরুখ বোয়ালিয়া শিল্পপাড়া গ্রাম থেকে জঙ্গি সংগঠন জেএমবির ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান, গোপন খবর পেয়ে বৃহস্পতিবার থেকে গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। শুক্রবার সকালে শিল্পপাড়ার আতাউল হকের বাড়ি থেকে সাদাত ওরফে রতন মিয়া, সাইফুল ইসলাম, শহিদ মিয়া, হায়দার আলী ও ওমর ফারুককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোবাইল, জিহাদী বই জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।