ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

পার্লামেন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে আছে ভ­াদিমির পুতিনের দল

প্রকাশিত : ১৮:১৬, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১৬, ১৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে আছে প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি। এ ভোটে আগামী ৫ বছরের জন্য রাশিয়ার পার্লামেন্টের নিম্মকক্ষের ৪৫০ জন সদস্য নির্বাচিত হবেন। এবার নির্বাচনে অংশ নিয়েছে ১৪টি দল, যা গতবারের তুলনায় দ্বিগুণ। ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করে রুশ ফেডারেশনে যুক্ত হবার পর এবারই প্রথম ক্রিমিয়ায় নির্বাচন হয়েছে। ২০১১ সালে সর্বশেষ পার্লামেন্টারি নির্বাচনে ব্যাপকভিত্তিতে প্রতারণার অভিযোগে বিক্ষোভ করে অনেকে। এবারের নির্বাচন ২০১৮ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনকে এগিয়ে রাখবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি