ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

শিশুদের দেশপ্রেমে জাগ্রত করার আহ্বান জানিয়েছেন ডক্টর আব্দুর রাজ্জাক

প্রকাশিত : ১৯:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দেশকে জঙ্গিবাদ মুক্ত করতে শিশুদের দেশপ্রেমে জাগ্রত করার আহ্বান জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  সভাপতি ডক্টর আব্দুর রাজ্জাক। শুক্রবার বিকেলে জাতীয় ক্রিড়া পরিষদ ভবন অডিটরিয়ামে শেখ রাসেলর জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানের শিশু আগামীতে সুখি সমৃদ্ধ বাংলাদেশে বসবাস করবে। জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে অভিবাকদের প্রতি আহবান জানান বক্তারা। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি