ঢাকা, বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন:মোজাম্মেল হক

প্রকাশিত : ১৪:২২, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৪৭, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

সকল ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সকালে জাতীয় প্রেসক্লাবে শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রজন্ম ঐক্যজোট আয়োজিত আলোচনায় একথা বলেন মন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনা বাচঁলে বাংলাদেশ বাচঁবে, আর বাংলাদেশ বাচঁলে দেশের মানুষ বাচঁবে। শেখ হাসিনাকে বিশ্ব নেতা উল্লেখ করে মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেন, তার যোগ্য নেতৃত্বে দেশ কাঙ্খিত লক্ষে এগিয়ে যাচ্ছে। সকল অপশক্তির বিরুদ্ধে নেতা কর্মীদের রুখে দাড়ানোরও আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি