ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের সাথে কাজ করব: ইয়াংহী লী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৭, ২০ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সফরত মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংহী লী আজ আশা প্রকাশ করেছেন যে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় তার কার্যালয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের সাথে সহযোগিতা ও একসাথে কাজ করবে।

আজ রোববার বিকালে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে তার কার্যালয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ইয়াংহী লী গতকাল থাইল্যান্ড থেকে ঢাকায় পৌঁছেন এবং মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য আগামীকাল কক্সবাজার সফর করবেন।

তিনি আগামী মার্চ মাসে তার তথ্য ও প্রতিবেদন মানবাধিকার কাউন্সিলের সভায় উপস্থাপন করবেন বলে জেনেভা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে। এদিকে, মিয়ানমার সরকার জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার-এর সাথে সহযোগিতা না করতে এবং সেদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তে অনঢ় রয়েছে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি