ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

মালয়েশিয়া যাওয়ার পথে আটক ২৮ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত

প্রকাশিত : ২১:১১, ৮ ফেব্রুয়ারি ২০১৯

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতির সময় টেকনাফের শাহপরীর দ্বীপ ও শীলখালী এলাকা থেকে ২৮ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। এ সময় দুই দালালকেও আটক করা হয়।

আটকের পর শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে তাদের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে এবং শুক্রবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত দুই দালাল হলেন- টেকনাফ জাহাজপুরা এলাকার হাবিব উল্লাহর ছেলে মুহিবুল্লাহ ও দমদমিয়ার আব্দুল করিমের ছেলে হুমায়ন।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আছাদুজামান চৌধুরী জানান, মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে মানবপাচারকারী চক্র শাহপরীর দ্বীপ, ঘোলারচর ও শীলখালীর নোয়াখালীয়াপাড়ায় বেশকিছু রোহিঙ্গাকে জমায়েত করেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দু’টি পৃথক দল ওই দু’টিস্থানে অভিযান চালায়।

এসময় শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকা থেকে এক দালালসহ ১২ জন রোহিঙ্গা এবং শীলখালী থেকে এক দালালসহ ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এদের মধ্যে ৬ জন পুরুষ, ১৭ জন নারী ও ৭ জন শিশু। এসব রোহিঙ্গারা সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য ওইস্থানে অপেক্ষা করছিল।

তিনি আরো জানান, সব রোহিঙ্গাকে শুক্রবার বিকেলে উখিয়া ও টেকনাফে নিজস্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে এবং দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি