ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মসূচি

প্রকাশিত : ১৯:৫৩, ১১ মার্চ ২০১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

এসকল কর্মসূচীর মধ্যে রয়েছে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ উপলক্ষে মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সকল জেলা ও উপজেলায় চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা,আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি এবং জেলা ও উপজেলার সকল দপ্তর বা সংস্থার সমন্বয়ে দিবসটি পালন করা হবে।

১৯২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বাসস

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি