ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

চট্টগ্রামের নান্দনিক সৌন্দর্য ফিরে আসতে শুরু করেছে, কয়েক হাজার বিল বোর্ড উচ্ছেদ

প্রকাশিত : ১১:৪৫, ৪ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৩৪, ৪ মার্চ ২০১৬

ফিরে আসতে শুরু করেছে বন্দর নগরী চট্টগ্রামের নান্দনিক সৌন্দর্য। এ ধারা অব্যহত রাখতে বিশেষজ্ঞদের নিয়ে সমন্বিত উদ্যেগ নেয়ার কথা বললেন বিশষ্টজনরা। মেয়র বলছেন গোটা চট্টগ্রামকে আধুনিক ও সুবজ নগরীতে পরিনত করার কাজ শুরু হয়েছে। প্রাচ্যের রাণী হিসাবে এক সময় খ্যাতি ছিল বন্দর নগরী চট্টগ্রামের। কিন্তু ফুটপাত, আইল্যান্ডসহ যত্রতত্র বিলবোর্ড স্থাপনের কারনে বন্দরনগরী হয়ে উঠেছে একটি ঝুকিপূর্ণ আর অপরিচ্ছন্ন নগরী। বৈধ-অবৈধ বিল বোর্ডে চাপা পড়ে যাচ্ছে চট্টগ্রামের নান্দনিক সৌন্দর্য। নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে ব্যাপক অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। উচ্ছেদ করা হয় নগর জুড়ে স্থাপন করা কয়েক হাজার বিল বোর্ড। ফলে ফিরতে শুরু করেছে বন্দর নগরীর সৌন্দর্য। চট্টগ্রামের নান্দনিকতা বাড়াতে সমন্বিত উদ্যোগ নেয়ার কথা বললেন চট্টগ্রামের বিশিষ্টজনরা। আর মেয়র বলছেন, চট্টগ্রামকে সবুজ নগরী হিসাবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এ জন্যে বেশ কিছু পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান তিনি। সৌন্দর্য বর্ধনে নেয়া উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রাম পরিণত হবে একটি আধুনিক নগরীতে
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি