ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

‘মানুষ একটা শঙ্কার মধ্যে বসবাস করছে’

প্রকাশিত : ১২:৩৬, ১১ এপ্রিল ২০১৯

ঢাকা মেডিকেল কলেজের মর্গে সোনাগাজীর দগ্ধ ছাত্রী নুসরাতের পরিবারকে দেখতে এসে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘নারীর প্রতি, শিশুর প্রতি যৌন নির্যাতন যেভাবে বেড়ে যাচ্ছে, এটা সমাজকে খারাপ মেসেজ দিচ্ছে। মানুষ একটা শঙ্কার মধ্যে বসবাস করছে। আমরা জানি না কে কখন এই জাতীয় ঘটনার শিকার হয়ে যাবো। এটার একটা পরিসমাপ্তি হওয়া উচিত।’

তিনি আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে সোনাগাজীর দগ্ধ ছাত্রী নুসরাতের পরিবারকে দেখতে আসেন।

এসময় তিনি আরও বলেন, ‘দুঃখজনক হচ্ছে আমাদের দেশে অনেক আইন আছে, কিন্তু প্রয়োগ না থাকায় দিন দিন এসব বাড়ছে। আইনের প্রয়োগ সঠিকভাবে হচ্ছে না। মানুষ সঠিকভাবে তার বিচার পাচ্ছে না। যার ফলশ্রুতিতে অপরাধী দিন দিন বেড়ে যাচ্ছে। সেক্সুয়াল হ্যারেজমেন্ট এর জন্য একটা আইন করার দাবি দীর্ঘদিনের, সেই দাবি বাস্তবায়ন করতে হবে।’

কাজী রিয়াজুল হক বলেন, ‘একটা জিনিস খুব দুঃখজনক, নুসরাত এর মৃত্যুর জন্য যাকে অভিযোগ করা হচ্ছে, তাকে যখন রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে তার মুখে কোনো অনুশোচনা বা ভীতি দেখতে পেলাম না। তার মানে অপরাধীর মনের মধ্যে এখনো দাগ কাটেনি। এটাই আমাদের জন্য দুঃখজনক। অপরাধীরা যদি ভীতু হত তাহলে অপরাধ করার আগে চিন্তা করত।’

তিনি বলেন, মাদ্রাসার অনেক ছাত্রী আছে, যারা অধ্যক্ষের ভয়ে বা ভালো রেজাল্টের লোভে তাকে সায় দিয়ে গেছে। কিন্তু নুসরাত সেটা দেয়নি। নুসরাতের বই থেকে যে চিরকুট উদ্ধার হয়েছে সেটা দেখে বোঝা যায় সে একটি প্রতিবাদী মানুষ।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি