ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩:৪৪, ২১ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইন-শৃংখলা রক্ষায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। আজ রোববার বিকেলে কুমিল্লায় নবনির্মিত ‘চান্দিনা থানা ভবন’ উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

মো. আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে এই অনুষ্ঠানে বলেন, এদেশের মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠনাদি পালন করা হয়। শ্রীলংকায় নাশকতায় বহু মানুষের হতাহতের ঘটনায় বাংলাদেশ মর্মাহত বলে জানান তিনি।

চান্দিনা থানা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জঙ্গিবাদ যেমন কঠোরভাবে দমন করতে সক্ষম হয়েছে, তেমনি মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি