ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

দূষিত রক্ত যাতে রোগীর শরীরে প্রবেশ করতে না পারার সচেতনতার পরামর্শ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮:৩৬, ২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৬, ২ নভেম্বর ২০১৬

দূষিত রক্ত যাতে রোগীর শরীরে প্রবেশ করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে জাতীয় জাদুঘর মিলনায়তনে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে আলোচনা সভায় এই আহবান জানান তিনি। আগের তুলনায় এখন রক্ত কিনতে হয়না মন্তব্য করে মন্ত্রী রক্ত দান ও মরণোত্তর চক্ষুদানে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। সন্ধানী আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বাস্থ্য সচিব সহ বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে, মন্ত্রী সন্ধানীকে সরকারি সহায়তার আশ্বাস দেন।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি