বগুড়া, ময়মনসিংহ ও বাগেরহাটে ৩ মৃতদেহ উদ্ধার
প্রকাশিত : ১২:৪৫, ৬ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৪৫, ৬ মার্চ ২০১৬
			বগুড়া, ময়মনসিংহ ও বাগেরহাট থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার করছে পুলিশ।
বগুড়ার শাহজাহানপুরের খোট্টাপাড়ায় রোববার সকালে স্থানীয়রা একটি খালের পাড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, সে অটোরিক্সা চালক। ময়মনসিংহ সদরের আকুয়া বাইপাস এলাকা থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, বাগেরহাটের মোরেলগঞ্জে স্কুলের সেপটিক ট্যাংক থেকে এক আওয়ামী লীগ কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
		
আরও পড়ুন
 
				        
				    






























































