ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

বাগেরহাটে নদীতে ধসে গেছে ৩০০ মিটার বেড়ি বাধ

প্রকাশিত : ১৭:১৭, ১৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:১৭, ১৬ নভেম্বর ২০১৬

বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ৩০০ মিটার বেড়ি বাধ বলেশ্বর নদীতে ধসে গেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে আকষ্মিকভাবে এই বাধ ধসের ঘটনা ঘটে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে টেকসই বেড়ি বাধ নির্মাণ কাজ চলার মধ্যেই এমন ধসের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। দ্রুত বিকল্প ব্যবস্থা না নিলে পূর্ণিমার জোয়ারে ওই ইউনিয়নের বগী, চালিতাবুনিয়াসহ পাঁচটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বলেশ্বর নদের জোয়ারে ভেসে যাবে শত শত ঘরবাড়ি, মাছের ঘের, পুকুর এবং হাজার হাজার একর জমির আমন ধান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি