ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

নামাজে জানাজা শেষে সর্বস্তরের মানুষ শেষ বিদায় জানায় মাহবুবুল হক শাকিলকে

প্রকাশিত : ১৫:৩৬, ৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৩৬, ৭ ডিসেম্বর ২০১৬

হাজারো মানুষের ভালবাসা আর চোখের জলে শেষ বিদায় জানানো হল প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি, সাবেক ছাত্রনেতা মাহবুবুল হক শাকিলকে। বুধবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ শেষ বিদায় জানায় শাকিলকে। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় ময়মনসিংহে গ্রামের বাড়ি বাঘমারায়। সেখানেই পারিবারিক কবরস্থানে দাফন করা হবে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারিকে। প্রধামন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিলকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদে জড়ো হতে থাকে আওয়ামী লীগের নেতা কর্মী সহ গনমাধ্যেমের সহকর্মীরা। বাদ সাধারন যায়নি সাধারন মানুষরাও। বুধবার সকাল ১১টায় শুরু হয় প্রথম জানাযা। জানাযা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মী এবং সহকর্মীরা। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বর্তমান এবং সাবেক সাধারন সম্পাদক সহ শীর্ষ কেন্দ্রিয় নেতারা। শ্রদ্ধা জানাতে আসা অনেকেই জানালেন একটু তারাতাড়িই চলে গেলেন শাকিল। গনমাধ্যেম কর্মীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন প্রধানমন্ত্রী এই বিশেষ সহকারি। তরুন এই রাজনীতিবিদের এভাবে চলে যাওয়া তাই মানতে পারছেন অনেকেই। শ্রদ্ধা জানাতে আসা সবাই একবাক্যে স্বীকার করে নিলেন শাকিলের চলে যাওয়া বড় ধরনের একটি ধাক্কা। ভবিষৎ রাজনীতির এক উজ্জল নক্ষত্রকে হারিয়ে তাই অনেকেই শোকে বিহবল। এদিকে সকালে শাকিলের মরদেহের ময়নাতদন্ত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান জানান, শাকিলে মৃত্যু বিষক্রিয়াজনিত কিনা তা জানতে ভিসেরা পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর টাঙ্গাইলে জন্মগ্রহন করেন শাহবুবুল হক শাকিল। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল পরিচালনার দায়িত্ব পান ছাত্রলীগের সাবেক নেতা মাহবুবুল হক শাকিল। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন করে দায়িত্ব পান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব, পরে বিশেষ সহকারী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি