ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাননি ৭১ এর শহীদ নাটোরের ৩ মুক্তিযোদ্ধা

প্রকাশিত : ১২:৫৯, ১৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:৫৯, ১৩ ডিসেম্বর ২০১৬

গেজেট ও মুক্তিবার্তার খসড়া তালিকায় নাম থাকলেও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাননি ৭১ এর শহীদ নাটোরের মুক্তিযোদ্ধা শামছুল হুদা হ্যাপী, অবিনাশ দাস ও আতাউর রহমান আতা। কোন সুযোগ-সুবিধাও পাচ্ছেন এই তিন শহীদের পরিবার। রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে শহীদ মুক্তিযোদ্ধার তালিকায় তাঁদের নাম অর্ন্তভুক্তির দাবি স্বজনদের। ১৯৭১ সালের মাঝামাঝি সময়ে পাকিস্তানী বাহিনীর হাতে ধরা পড়েন শামছুল হুদা, অবিনাশ দাস ও আতাউর রহমান। নারদ নদের লিয়াকত ব্রীজের নিচে গলা কেটে হত্যা করে তিনজনের মৃতদেহই মাটি চাপা দেয় হানাদাররা। স্বাধীনতার পর গণকবরটি চিহ্নিত হলেও এই তিন শহীদ এখনো পাননি রাষ্ট্রীয় স্বীকৃতি। তবে বিজয় আর স্বাধীনতা দিবসে গণকবরে শ্রদ্ধা জানান সাধাররণ মানুষ। কবরে স্মৃতিসৌধ নির্মাণের দাবী শহীদ পরিবারের। মূল তালিকায় নাম না থাকায় শহীদ পরিবাবারদের ভাতা প্রদান করা যাচ্ছেনা বলে জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তা। সকল গণকবর সংস্কারের আশ্বাস দিলেন জেলা প্রশাসন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি