ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আরও একটি প্রহসনের নির্বাচনের অভিযোগ করেছেন বিএনপির নেতারা

প্রকাশিত : ১৮:২৯, ২৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৮, ২৭ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

জেলা পরিষদ নির্বাচনকে রসিকতা উল্লেখ করে বিএনপির নেতারা অভিযোগ করেছেন, সরকার আরও একটি প্রহসনের নির্বাচন করছে। এই নির্বাচনে জনগনের মতামতের কোন প্রতিফলন হবে না বলেও দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেসক্লাবে অপর এক কর্মসূচিতে  বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নারয়ণঞ্জের নির্বাচন ফেয়ার হলেও ফলাফল ফেয়ার হয়নি। জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক দল, জাসাসের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান  নেতাকর্মীরা। তাদের সঙ্গে ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। পরে জেলা পরিষদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এদিকে জাতীয় প্রেসক্লাবে অপর আলোচনায় যোগ দেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।  নারায়নগঞ্জ সিটি  নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, সরকারের শেষ রাতের খেলায় বিএনপির প্রার্থী হেরে গেছেন। নির্দলীয় সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া বিএনপির নির্বাচনে যাবে না বলেও জানান বিএনপির অন্য নেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি