ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪

নাটোর ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩৫

প্রকাশিত : ১৫:২৯, ১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:২৯, ১ জানুয়ারি ২০১৭

নাটোরের ও বাগেরহাটে আলাদা সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে । প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে নাটোরগামী যাত্রিবাহী বাস সিংড়ার জোড়ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ৪ জন নিহত হন। আহত হয় ১৫ জন। আহতদের সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে মংলা খুলনা মহাসড়কের কয়রা বিমান বন্দর এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে  দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন আরো ২০ জন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি