ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সহযোগী সংগঠনের স্বীকৃতি পেল মৎস্যজীবী লীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ২১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনে আওয়ামী মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়েছে।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন গঠনতন্ত্র পাস করানোর সময় মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

এছাড়াও আগামী তিন বছরের জন্য বাজেট পাস করা হয়েছে। দলের প্রয়োজনে ১ লাখ টাকা পর্যন্ত বিনা অনুমোদনে খরচ করা যাবে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ৪১ থেকে বাড়িয়ে ৫১ করা হয়েছে। জেলা-মহানগর পর্যায়ে উপদেষ্টা করা হয়েছে ২১ জনকে। আর উপজেলা ও ইউনিয়ন ১৫ জন বিশিষ্ট করা হয়েছে। পাশাপাশি সহযোগী সংগঠন আওয়ামী আইনজীবী পরিষদের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ করা হয়েছে।

শনিবার সকাল থেকেই রাজনীতির রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন চলছে। কাউন্সিলে ৭ হাজার ৩৩৭ জন কাউন্সিল উপস্থিত রয়েছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি