ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিভিন্ন জেলায় বেড়েছে শীতের প্রকোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫, ২৯ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় বেড়েছে শীতের প্রকোপ। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। চুয়াডাঙ্গা অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ অব্যাহত রয়েছে। দিনভর হালকা কুয়াশার সঙ্গে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। এদিকে ঘন কুয়াশা ও রোদ না থাকায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে সরিষা ও বোরো ধানের চারা। বিঘ্ন ঘটছে ট্রেন চলাচলে। 

রংপুর অঞ্চলে শৈত্য প্রবাহ অব্যাহত থাকায় জনজীবন অচল হয়ে পড়েছে। অন্যদিকে, ঘনকুয়াশা আর হিমেল বাতাস শীতের তীব্রতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ছিন্নমূল পরিবারগুলো শীত বস্ত্রের অভাবে মানবেতর দিন কাটাচ্ছে। এদিকে, আগুন পোহাতে গিয়ে মারা গেছে আরো একজন।

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে অব্যাহত শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর তীব্র ঠাণ্ডায় জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। প্রচণ্ড শীতে দরিদ্র মানুষের জুবুথুবু অবস্থা। ঘন কুয়াশার কারণে বেড়েছে সড়ক দুর্ঘটনার আশংকা।

গাইবান্ধায় অতিরিক্ত ঠাণ্ডা বাতাস আর ঘন কুয়াশায় শীতের দাপট রয়েছে আগের মতই। রোদ না ওঠায় গবাদী পশু-পাখীর খামারে দেখা দিয়েছে নানা রোগ বালাই।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি