ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
প্রকাশিত : ১৬:৩০, ১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:৩০, ১ ফেব্রুয়ারি ২০১৭
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন সাংবাদিক নেতারা।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। ইকবাল সোবহানের বিরুদ্ধে জাতীয় সংসদে যেসব বক্তব্য রাখা হয়েছে তা সংসদের কার্য তালিকা থেকে প্রত্যাহারেরও দাবী জানান সাংবাদিক নেতারা। তারা বলেন, ভয়ভীতি দেখিয়ে কিংবা মামলা করে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা যাবে না। সারাদেশে সাংবাদিক নির্যাতনেরও নিন্দা জানানো হয় সমাবেশ থেকে।
আরও পড়ুন