ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত নীলফামারী

প্রকাশিত : ০৯:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে নীলফামারীর জনজীবন। দিনের অর্ধেক সময়েও সূর্যের দেখা মিলছে না। কুয়াশার কারণে দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রচণ্ড শীতে ঘর থেকে বের হতে না পারায় বিপাকে পড়েছে খেটে খাওয়া গরীব আর ছিন্নমূল মানুষ। খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। এদিকে, হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। চিকিৎসকরা জানান, শীতের কারণে জ্বর-সর্দি, নিউমোনিয়া, ব্রংকাইটিস, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বেড়েছে শীতজনিত রোগ।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি