ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

মুজিব শতবর্ষে শত ক্যানভাসে বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতির সংযোজন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫১, ২০ মার্চ ২০২০

উত্তরা কল্যান সমিতি সেক্টর-৪ এর উদ্যোগে পদ্য আর্ট ওয়াকর্সপ এর পরিচালনায় শত ক্যানভাসে বঙ্গবন্ধুর সংগৃহীত ছবি থেকে বিশাল প্রতিকৃতি সংযোজন ও উন্মোচন আজ শুক্রবার ২০ মার্চ সকাল ৯ টায় উত্তরা কল্যান সমিতির স্থানীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

সারা দেশে করোনা সাবধানতা থাকায় অনাড়ম্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা কল্যাণ সমিতির সভাপতি মেজর আনিসুর রহমান (অব), সম্পাদক কামাল হোসেন ও সমিতির অন্যান্য সদস্যরা।
 
পদ্য আর্ট ওয়ার্কসপ এর পরিচালক শিল্পী কাওসার হোসেন বলেন, “পদ্য আর্ট ওয়ার্কসপ এর শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের শিল্পীদের অংশগ্রহনে এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাউদ্দিন মাহমুদ ও সোলতান মোহাম্মদ রেজানুর এর পৃষ্ঠপোষকতায় ৪ নং সেক্টর কল্যাণ সমিতিরি মাঠে (১৬*২৬=৪১৬ বর্গফিট) বিশাল প্রতিকৃতি প্রদশিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর কর্ম ও স্মৃতির প্রতি আমাদের এই নিবেদন। এই কর্মযজ্ঞে স্থানীয় ব্যক্তিরা সহযোগীতা করেছেন এবং চিত্রকর্মে ব্যবহৃত রং সরবরাহ করেছে বার্জার পেইন্ট বাংলাদেশ।” 

উল্লেখ্য জাতির জনকের প্রতিকৃতি প্রদর্শনী আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি